আরকেনিউজ ডেস্কঃ
হাজীগঞ্জের গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের কাঁকৈরতলা ইসলামিয়া আলীম মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও পরীক্ষায় সফলতা কামনায় আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ জুন ) সকাল ১১টায় মাদ্রাসার মাঠে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ মো. তাফাজ্জল হোসেন সভাপতিত্বে টেলিকনফারেন্সে শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলাল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও কচুয়া ড. মুনসুর উদ্দিন মহিলা কলেজ পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য খালেকুজ্জামান শামীম, কাঁকৈরতলা জনতা কলেজের সহকারি অধ্যাপক মো. কবির হোসেন।
এসময় আরো বক্তব্য রাখেন, ভাইস প্রিন্সিপাল মনিরুজ্জামান, সহকারী অধ্যাপক একেএম শামছুল আলম, আবদুল কুদ্দুস মাস্টার, মো: আবু ইউসুপ, মো: ইকবাল হোসেন, শিক্ষার্থী সুমাইয়া আক্তার, তানিয়া আক্তার, শাহীদা আক্তার।
সহকারী শিক্ষক মো: মজিবুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য শেষে পরিক্ষার্থীদের সফলতা ও সকল মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা এবং অধ্যায়নরত শিক্ষার্থীরদের পক্ষ থেকে শিক্ষা সামগ্রী বিতরন করা হয়।
এর আগে অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, শিক্ষার্থী হাফেজ মো. মোজাম্মেল হোসেন ও হামদ নাত পরিবেশন করেন ফাতেমা আক্তার। এসময় অন্যান্য অতিথিবৃন্দ, মাদরাসার শিক্ষক, পরীক্ষার্থী, অধ্যয়নরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।