ঈদের আগেই ৩২ হাজার ৯০৪টি গৃহহীন পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর উপহারের ঘর।
রোববার (২৪ এপ্রিল) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ বিষয়ে জেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও প্রেস ব্রিফিং করেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস। মঙ্গলবার (২৬ এপ্রিল) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে জমির দলিলসহ গৃহহীন ও ভূমিহীনদের মাঝে ঘরগুলো হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস জানান, জেলায় ৩য় পর্যায়ে একক গৃহের মাধ্যমে ১২৩টি ও আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে ৬২৯টি অর্থাৎ মোট ৭৫২টি পরিবারকে পুনর্বাসন করা হবে। প্রথম ও দ্বিতীয় ধাপের তুলনায় তৃতীয় ধাপে কাঠামোতে আসছে বেশ পরিবর্তন। বাড়ানো হয়েছে ব্যয়। যে কারণে ঘরগুলো মজবুত ও দীর্ঘস্থায়ী হবে।
এ সময় প্রশাসনিক কর্মকর্তারা ছাড়াও চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাবেক সভাপতি কাজী শাহাদত, গোলাম কিবরিয়া জীবন, অধ্যক্ষ জালাল চৌধুরী, শরীফ চৌধুরী, ইকবাল হোসেন পাটোয়ারী, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, লক্ষণ চন্দ্র সূত্রধরসহ জেলার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।