হাজীগঞ্জের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস শীলকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হাজীগঞ্জ উপজেলা ও পৌর শাখার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
বুধবার ১৩ ডিসেম্বর দুপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হাজীগঞ্জ উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ নবাগত নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস শীলকে ফুলেল শুভেচ্ছা জানান এবং সৌজন্য আলোচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি বাবু রুহিদাস বনিক, সহ-সভাপতি বাবু
সঞ্জয় কর্মকার,বাবু প্রবীর কুমার সাহা ফটিক,সাধারণ সম্পাদক বাবু সমির লাল দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক বাবু প্রান কৃষ্ণ সাহা মনা,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হাজীগঞ্জ পৌর শাখার সভাপতি বাবু রাধা কান্ত দাস রাজু, সাংগঠনিক বাবু অজয় সরকার,
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হাজীগঞ্জ উপজেলা শাখার দপ্তর সম্পাদক সাংবাদিক সুজন দাস প্রমুখ।
গত সোমবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসাবে যোগদান করেছেন তাপস শীল।