হাজীগঞ্জের ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয় পরির্দশন করেছেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার প্রান কৃষ্ণ দেবনাথ।
মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে উপজেলার ১১ নং হাটিলা পশ্চিম ইউনিয়নের ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার প্রান কৃষ্ণ দেবনাথ।
পরিদর্শন শেষে জেলা শিক্ষা অফিসার প্রান কৃষ্ণ দেবনাথ শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন। একই সমেয় নতুন কারিকুলাম বিষয়ে শিক্ষার্থীদের মাঝে বিস্তারিত তুলে ধরে বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নয়নের স্বর্ণ শিখরে পৌঁছাতে পাবে না।
এ সময় উপস্থিত ছিলেন,ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক জোৎস্না আক্তার,সিনিয়র শিক্ষক মোহাম্মদ মোজাম্মেল,মো. মিজানুর রহমান,নুরুন নাহারসহ অন্যান্য শিক্ষক ও কর্মচারীবৃন্দ।