হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই বছর বয়সি রাইসা আক্তার ও দেড় বছর বয়সি ইয়ামিন নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকালে হাজীগঞ্জ পৌরসভাধীন ৪নং ওয়ার্ড মকিমাবাদ ও ৯নং ওয়ার্ড কংগাইশ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু রাইসা উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের সাকছিপাড়া গ্রামের মো. আব্দুর রহিমের মেয়ে ও ইয়ামিন পৌরসভাধীন কংগাইশ গ্রামের মো. লিটনের ছেলে।
জানা গেছে, এদিন বিকালে হাজীগঞ্জ পৌরসভাধীন ৪নং ওয়ার্ড মকিমাবাদ এলাকায় নানার বাড়ির উঠানে রাইসা ও ৯নং ওয়ার্ড কংগাইশ এলাকায় নিজ বাড়ির উঠানে খেলছিল ইয়ামিন। অনেকক্ষণ দুই শিশুকে দেখতে না পেয়ে একপর্যায়ে পরিবারের লোকজন তাদের খোঁজ শুরু করেন। আশপাশের বাড়িঘরে সন্ধান করে না পেয়ে পরিবারের সদস্যরা ও বাড়ির লোকজন বসতঘরের পাশে পুকুরে নেমে তাদের সন্ধান করেন।
খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে রাইসা আক্তার ও ইয়ামিন হোসেনকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে তাদের উদ্ধার করে পরিবারের লোকজন হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা (ইউএইচএফপিও) ডাঃ মো. গোলাম মাওলা নঈম।
এ ব্যাপারে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ জানান, মৃত শিশুদের পরিবারের অভিযোগ না থাকায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।