কচুয়ায় মুক্তিযোদ্ধার অন্যতম সংগঠক,বুরগী উচ্চ বিদ্যালয় ও শ্রীরামপুর মোহাম্মাদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুর রশিদ প্রধানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে মরহুমের নিজের প্রতিষ্ঠান উপজেলার শ্রীরামপুর মোহাম্মাদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুর রশিদ প্রধানের স্মৃতি স্মারন করে আলোচনা সভা, বিশেষ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুর রশিদ প্রধানের জ্যৈষ্ঠ সন্তান শ্রীরামপুর মোহাম্মাদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক নাছির উদ্দিন প্রধানের সভাপতিত্বে মরহুমের স্মৃতি স্মরণ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহাজান শিশির।
এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আলহাজ্ব জাবের মিয়া, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন সিকদার, কড়ইয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক, অধ্যক্ষ নুরুল আলম মজুমদার, উপাধ্যক্ষ মাওলানা মনিরুজ্জামান, মরহুমের মেজ ছেলে ও মাদ্রাসার দাতা সদস্য কুতুব উদ্দিন প্রধান, মরহুমের ছোট ছেলে ও মাদ্রাসার দাতা সদস্য আলাউদ্দিন প্রধান, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আফাজ উদ্দিন মানিক, আওয়ামী লীগ নেতা মিজানসহ আরো অনেকে।
আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুর রশিদ প্রধানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের জৈষ্ঠ সন্তান নাছির উদ্দিন প্রধান অসহায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে এককালীন নগদ বৃত্তি প্রদান করেন।
আলোচনা পূর্বে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুর রশিদ প্রধানের কবরে জিয়ারত, ফুলের শ্রদ্ধা ও মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন মরহুমের কনিষ্ঠ সন্তান আলাউদ্দিন প্রধান।
এছাড়া একই দিনে নাছির উদ্দিন প্রধান গ্রামের অসহায় ও দরিদ্রের মাঝে নগদ অর্থ বিতরণ করেন।