হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মালিগাঁও উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক, মালিগাঁও গ্রামের আব্দুল বেপারী বাড়ির মো. আমির হোসেন বেপারী। মঙ্গলবার (১৬ এপ্রিল) বেলা ১১টায় বিদ্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে তিনি সর্বোচ্চ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন।
জানা গেছে, বিদ্যালয়ের সভাপতি নির্বাচনের লক্ষ্যে এদিন ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৮ জন ভোটারের মধ্যে ৫ জন অভিভাবক সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন এবং ৩ জন শিক্ষক প্রতিনিধি ভোটদান থেকে বিরত থাকেন। এর মধ্যে সভাপতি পদে অংশগ্রহণকৃত ৭ জন প্রার্থীর মধ্যে সর্বোচ্চ ৪ ভোট পেয়ে মো. আমির হোসেন বেপারী সভাপতি নির্বাচিত হন।
নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ফেরদৌস আহম্মেদ, সহকারী প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন এবং আইন শৃঙ্খলার দায়িত্ব পালন করেন হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক এসআই মো. আব্দুর রহমানসহ সঙ্গীয় ফোর্স।
এসময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মো. মনির হোসাইন, সভাপতি প্রার্থী ওয়ায়েছ মোহাম্মদ রাকিব মজুমদার, মো. ফরিদ আহম্মদ মজুমদার, মো. আবুল কাশেম মজুমদার, মো. মনির হোসেন, মো. সাদ্দাম হোসেন, মো. আ. মোত্তালেব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।