শাহরাস্তির নুনিয়া সমাজকল্যান গণ পাঠাগার ও মরহুম গোলাম মোস্তফা ও পেয়ার বেগম পাউন্ডেশন কর্তৃক আয়োজিত মেধাবৃত্তি ২০২৩ এর পুরস্কার বিতরণী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৪ এপ্রিল রোববার বিকেলে নুনিয়া সমাজকল্যান গণ পাঠাগার ও মরহুম গোলাম মোস্তফা ও পেয়ার বেগম পাউন্ডেশনের আয়োজনে সমাজকল্যাণ গণ পাঠাগার মিলনায়তনে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বৃত্তি প্রদান অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) মহাসচিব ডাঃ মোঃ কামরুল হাসান মিলন। নুনিয়া সমাজকল্যাণ গণপাঠারের আহবায়ক মোঃ ফয়েজ আহমাদের সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক মোঃ জয়নুল আবেদীন জয়ের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান আলমগীর কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন স্বাচিপ এর চিকিৎসা শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবং সহযোগী অধ্যাপক ডাঃ ইফতেখার আহমেদ বাপ্পি, স্বাচিপ এর সহ সম্পাদক ও মুগদা মেডিকেল কলেজ শাখার সাধারণ সম্পাদক ডাঃ শরীফ বুলবুল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার হোসেন,বীর মুক্তিযুদ্ধা সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ শহীদ উল্লাহ, সাবেক ইউপি চেয়ারম্যান ও ফরিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন মোল্লা, চিতোষী পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জোবায়েদ কবির বাহাদুর। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের নেতা আনোয়ার হোসেন ভূঁইয়া, হারুন মিয়াজী, মোঃ জহিরুল ইসলাম পাটোয়ারী, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বি এস সি। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন মোঃ জয়নুল আবেদীন শিবলু, মোঃ কামাল হোসেন, আশীষ কুমার দত্ত, রাশেদুজ্জামান সুজন, মোঃ সেলিম বেপারী, মোঃ রুবেল প্রমুখ।
আয়োজক সূত্রে জানায় উপজেলার ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩২ জন কৃতি মেধাবী শিক্ষার্থীদের এই মেধা বৃত্তি প্রদান করা হয়।