Header Border

ঢাকা, বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ (হেমন্তকাল)
শিরোনাম
মতলব উত্তরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে কাব স্কাউট শিক্ষার্থীরা অন্তবর্তী সরকারকে কোন অবস্থাতেই ব্যর্থ হতে দেয়া যাবে না :বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন হাজীগঞ্জ ডিগ্রি কলেজে পরীক্ষার্থীদের সফলতা কামনায় আলোচনা ও দোয়া ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতির শ্বশুর আবুল হাশেম পাঠান আর বেঁচে নেই ॥ প্রেসক্লাবের শোক মতলব উত্তর প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ  সাংবাদিক সুমন আহমেদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার শাহরাস্তিতে বন্যা ও অতি বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সিদ্ধিরগঞ্জে শিমরাইল ট্রাক টার্মিনালের সংস্কারকাজ চলছে হাজীগঞ্জে সরকারি ৩ কর্মচারীর বদলীর দাবী জানিয়ে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের নিকট কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে চিঠি অর্থনৈতিক শুমারী উপলক্ষ্যে হাজীগঞ্জ পৌরসভা ও উপজেলা পরিসংখ্যান বিভাগ আয়োজিত স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত অর্থনৈতিক শুমারী উপলক্ষ্যে হাজীগঞ্জ উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান বিভাগ আয়োজিত স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত

কুমিল্লায় ভূল চিকিৎসায় কচুয়ার গৃহবধূর মৃত্যু

কুমিল্লা ইবনেসিনা ডায়াগনোষ্টিক এন্ড কনসালটেশন সেন্টারে ভূল চিকিৎসায় চাঁদপুরের কচুয়ার কুলসুমা আক্তার (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।৭ মে এ মৃত্যুর ঘটনা ঘটেছে।
কচুয়া উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের মাসনিগাছার গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী চার সন্তানের জননী কুলসুমা আক্তারের ২১ এপ্রিল প্রচন্ড পেট ব্যথা শুরু হলে কচুয়ার রহিমানগর বেসিক হসপিটালের ডাক্তার গাজী মাহফুজার পরমার্শ মোতাবেক কুমিল্লা ইবনেসিনা ডায়াগনোষ্টিক এন্ড কনসালটেশন সেন্টারে জরায়ুর আলট্রাসনোগ্রাম টিভিএস(ফেলভিস) পরীক্ষা করান। পরীক্ষার রিপোর্ট এ কুলসুমা আক্তারের জরায়ুতে টিউমার আছে বলে সনাক্ত করেন।  পরীক্ষা-নিরীক্ষার পর রিপোর্ট ও তার প্রচন্ড পেট ব্যথার বিষয়ে ইবনেসিনা ডায়াগনোষ্টিকে কর্মরত গাইনি বিশেষজ্ঞ সার্জন ফাহমিদা সুলতানা মিলির পরামর্শ ও চিকিৎসা নেন । ওইদিন রাতে কুলসুমা আক্তারের তীব্র পেট শুরু হলে ডাক্তার মিলির কাছে চিকিৎসার জন্য গেলে ডাক্তার মিলি পেটের ব্যথা প্রশমনের লক্ষ্যে জরুীর ভিত্তিতে অপারেশন করার পরামর্শ দেন। ওইদিন রাতে ডাক্তার মিলি ইবনেসিনার পাশ্ববর্তী ইনসাফ মেডিকেলে তার অপরাশেন করান। অপারেশন করতে গিয়ে কুলসুমার জরায়ুতে কোন ধরনের টিউমার খুজেপায়নি ও ওই অবস্থায় অপরেশন সমাপ্ত করেন। অপারেশন করার ২ দিনপর কুলসুমার পূর্বের পেট ব্যথা ও অপারেশনের ব্যথাসহ আরো তীব্র হলে চিকিৎসকরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কুলসুমা আক্তারকে পূনরায় আলট্রাসনোগ্রাম টিভিএস(ফেলভিস) পরীক্ষা করালে জরায়ুতে কোন ধরনের টিউমার নেই বলে  তারা নিশ্চিত করে এবং বুকের নিচের টিউমার আছে বলে সনাক্ত করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৫ দিন চিকিৎসা শেষে অবস্থার অবনতি দেখে প্রথম গ্রীনলাইফ হাসপাতালে ৩ দিন কুলসুমাকে লাইফ সাপোর্টে রাখা হয় । এ অবস্থায় ৭ মে ভোররাতে কুলসুমা  মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।
কুলসুমার ভাই শাহজাহান ইসলাম খোকন  জানান, কুমিল্লা ইবনেসিনা ডায়াগনোষ্টিক এন্ড কনসালটেশন সেন্টারে ভূল রিপোর্ট ও ডাক্তারের ভূল চিকিৎসার কারনে  আমার বোন মারা যায়। আমরা যথাযথ কতৃপক্ষের কাছে এ ঘটনার বিচার দাবী করছি ।
কুলসুমার দেবর একরামুল হক জানান, কুমিল্লা ইবনেসিনা ডায়াগনোষ্টিক এন্ড কনসালটেশন সেন্টারে কুলসুমার ভূল চিকিৎসা ও ভুল অপারেশন হওয়ায় তাঁরা আমাদের নিকট কোন অপারেশনের বিল নেইনি।
কুলসুমার ডাক্তার ফাহমিদা সুলতানা মিলি জানান, রোগীর দুটি আলট্রাসনোগ্রাম রিপোর্ট ও শাররীক অবস্থায় দেখে অপারেশনের সিদ্বান্ত নেই। আমিসহ সার্জন রণি অপারেশন করতে গিয়ে রোগীর জরায়ুতে টিউমার নেই । তাৎক্ষনিক ওই অবস্থায় ঘটনা সর্ম্পকে রোগীর গার্ডিয়েনকে অবহিত করে অপারেশন ক্লোজ করে দেই।
ইবনেসিনা ডায়াগনোষ্টি সেন্টারের  ব্যবস্থাপক প্রশাসন গোলাম মর্তুজা আমাদেরকে ঢাকায় প্রেরন করেন এবং চকিৎসার সকল ব্যয় বহন করার আশ্বান প্রদান করেন পরবর্তীতে ইবনে সিনা  কতৃপক্ষ আমাদের সাথে আরো কোন যোগাযোগ রাখেননি আমরা তাদের শাস্তি দাবী করছি।
এ দিকে কুমিল্লা ইবনেসিনা ডায়াগনোষ্টিক এন্ড কনসালটেশন সেন্টারে ব্যবস্থাপক প্রশাসন গোলাম মোর্তজা জানান,আমরা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী টিভিএস(ফেলভিস) পরীক্ষা করেছি।
আরো পড়ুন  ফরিদগঞ্জের পানি বন্ধী অর্ধশত পরিবারকে বাতিঘর মানব কল্যান সংস্থার উপহার

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

হাজীগঞ্জের প্রবাসীর ঘরে দুর্ধর্ষ চুরি: ২০ লক্ষ টাকার মালামাল লুট
হাজীগঞ্জে ১১০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ৫ ব্যবসায়ীর জেল ও জরিমানা
শাহরাস্তিতে সেনাবাহিনী কর্তৃক বন্যার্তদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী, নগদ অর্থ এবং ত্রাণ বিতরণ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গুলিতে আহত হয়ে মানবতার জীবনযাপন করছেন ফরিদগঞ্জের নাঈম
আওয়ামী লীগ ও সাংবাদিক ইস্যুতে ড. ইউনূস সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের জোরালো বার্তা
ফরিদগঞ্জে চোরাইকৃত অটোরিক্সা ও সিএনজি স্কুটারসহ চার চোর গ্রেফতার

আরও খবর

error: Content is protected !!