জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন,আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাব,আওয়ামী লীগের বিষয়ে কোনো আপস নেই,আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ করে ছাড়বো ইনশাআল্লাহ,আওয়ামী লীগকে পুনর্বাসনের পক্ষে যারাই কথা বলবেন,তারাই জাতীয় নাগরিক পার্টির শত্রু,
বাংলার মাটিতে আর আওয়ামী লীগের ঠাঁই হবে না।
তিনি নোয়াখালীর হাতিয়ায় পথসভার সময় দলের জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের উপর হামলার নিন্দা জানান।
মঙ্গলবার (২৫ মার্চ) চাঁদপুরের হাজীগঞ্জ এলাকায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য,প্রশাসন,ধর্মীয় নেতৃবৃন্দ রাজনৈতিক দলের প্রতিনিধি,সামাজিক ব্যক্তিত্ব,পেশাজীবী, সর্বসাধারণ ও এতিমদের সাথে জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।
ইফতার মাহফিল অনুষ্ঠানে মোহাম্মদ নুরুল ইসলাম বকুল সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টের মুখ্য সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির মাহবুব আলম, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মো: মিরাজ মিয়া,জাতীয় নাগরিক পার্টির হাজীগঞ্জে উপজেলা শাখার মো: শাহাদাত হোসাইন,বাংলাদেশ জামাতে ইসলামের হাজীগঞ্জ পৌর আমির আবুল হাসানাত পাটওয়ারী,বাংলাদেশ খেলাফতে মজলিসের মাওলানা মো: ফয়সাল আহমদ রশিদী।
এ সময় আরো বক্তব্য রাখেন,ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের আব্দুল্লাহ আল মামুন,বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মো: শামিউল,বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষে মো: সাফায়েত হোসেন,ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক হাফেজ শাহাদাত হোসেন প্রদানিয়া প্রমুখ।
জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিল অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন মো. সাকিব হোসাইন।এছাড়া অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলাম, বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, বাংলাদেশ হেফাজতে ইসলাম, বাংলাদেশ খেলাফতে মজলি,জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মী সমর্থক,এক জাক নতুন প্রজন্ম সহ হাজীগঞ্জের সুধীজন ও বিশিষ্টজন।