হাজীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে হাজীগঞ্জ থানা পুলিশ।
৮ মে (বুধবার) বিকালে হাজীগঞ্জ উপজেলার ২ নং সদর ইউনিয়নের সাতবাড়ি এলাকায় চাঁদপুর টু কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজিগঞ্জ থানার এসআই শামীমা আক্তারের নেতৃত্বে চেকপোষ্টে গাড়ি তল্লাশিকালীন সময়ে সিএনজি থেকে তিন কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়।
আটকৃতরা হলেন, গোপালগঞ্জ জেলার মোজসুদপুর থানার লিয়াকত মোল্লার ছেলে এনামুল মোল্লা (২৮), বরিশালের উওর রাফিয়াদি গ্রামের মজিবুল হল মোল্লার ছেলে শামছুল আলম , গোপালগঞ্জের খানজাপুরের মোতাচ্ছের শেখের ছেলে নিজাম শেখ।
জান যায়, আটককৃত মাদক কারবারিরা কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে কম দামে গাঁজা সংগ্রহ করে ঢাকা ও তার আশেপাশের জেলাগুলোতে বিক্রি করে। দীর্ঘদিন ধরেই তারা এভাবেই মাদক বিক্রি করে আসছে বলে জানায় তারা।
এই বিষয়ে হাজীগঞ্জর থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ বলেন, আটককৃত মাদক কারবারীরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ের সাথে জড়িত। তারা কুমিল্লা থেকে গাজা কিনে দেশের বিভিন্ন প্রান্তে বিক্রি করে। তাদের নামে মাদক মামলা অজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।