মোঃ জামাল হোসেনঃ
চাঁদপুরের শাহরাস্তি উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।৬ মে শুক্রবার বিকেলে শ্রীপুর কফি পার্ক মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার এবিএম পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, শাহরাস্তি-হাজিগঞ্জ বিএনপি’র প্রধান সমন্বয়ক লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আয়েত আলী ভূঁইয়া, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন মিয়াজীসহ বিএনপি’র নেতৃবৃন্দ। উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আজগর হোসেন মিয়াজী, পৌর ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম জুয়েল ও সদস্য সচিব তানভির হাসান সোলেমানের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র
সিনিয়র সভাপতি মোজাহের হোসেন , সাধারণ সম্পাদক মোঃ সেলিম পাটোয়ারী লিটন, যুগ্ম সম্পাদক আবুল কালাম আতাহার সহ বিভিন্ন ইউনিয়ন বি এন পির সভাপতি ও সাধারণ সম্পাদকগন,বিএনপি নেতা শহিদুল্লাহ কাওসার, পৌর বিএনপি’র সভাপতি মোঃ আবুল খায়ের সিএ, উপজেলা যুবদলের আহবায়ক আলী আজগর মিয়াজী, সদস্য সচিব এহতেশামুল হক গনি,
বিশেষ অতিথি সাবেক যুগ্ন সাধারন সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, নিজাম উদ্দিন রিপন,পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন নয়ন, সদস্য সচিব আব্দুল কাইয়ূম রিপন, সেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদ শিকদার, সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন শিপন,পৌরসভা সদস্য সচিব, আবুল হায়দার।উক্ত অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন শাহরাস্তি উপজেলা ছাত্রদলের আহবায়ক এ বি এম পলাশ, সদস্য সচিব আজগর হোসেন মিয়াজি, যুগ্ম আহবায়ক আফজাল হোসেন, শাহ নেওয়াজ টিপু, মহি উদ্দিন, মাসুম বিল্লাহ, শামীম আশ্রাফ, ফাহাদ হোসেন, ইব্রাহিম, আঃহান্নান, সাইফুল ইসলাম, মেহেদী হাসান সুজন,পৌর ছাত্রদলের আহবায়ক মাজহারুল ইসলাম জুয়েল, সদস্য সচিব তানভীর হাসান সোলেমান,পৌর কমিটির যুগ্ম আহবায়কবৃন্দ, এবং হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসাইন ও সদস্য সচিব জুয়েল রানা তালুকদার মহিলা দলের নেত্রী রওশন আরা সহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সহ অসংখ্য ছাত্রদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিএনপি নেতা ফখরুল ইসলাম গাজী ফিরোজ, মোঃ সোলেমান রায়হান। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের ছাত্রদল নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, অনুষ্ঠানে বক্তারা বলেন আগামী ২০২৩ সালের নির্বাচনে ছাত্রদল নেতৃবৃন্দ কঠোর ভূমিকা পালন করতে হবে, বিগত দিনের মত এ সরকারকে ভোট চুরি করে ক্ষমতায় আসতে দেওয়া হবে না।