‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল’ এই স্লোগানকে ধারণ করে হাজীগঞ্জের সেন্দ্রা ঘাষিপুর যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৩ মে (বৃহস্পতিবার) বিকালে ঘাষিপুর বায়তুল আমিন মসজিদ মাঠে এই মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করে মুক্তিযোদ্ধা ওহিদুজ্জামান একাদশ বনাম এস বি স্পোর্টিং ক্লাব একাদশ। খেলায় ট্রাইবেকারে ২-১ গোলে ওহিদুজ্জামান একাদশকে হারিয়ে এস বি স্পোর্টিং ক্লাব টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে সংক্ষিপ্ত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে আলহাজ্ব আব্দুল রব মিয়ার সভাপতিত্বে রোটারীয়ান আব্দুল কাইয়ুম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেলচোঁ উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য ও হাজীগঞ্জ রোটারি ক্লাব অফ আদর্শের প্রেসিডেন্ট রোটারীয়ান জয়দেব পাল।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি সদস্য সিরাজ আটিয়া ও স্বপ্নধরা বহুমুখী সোসাইটি লিমিটেডের সভাপতি মোহাম্মদ আনিছুর রহমান, রোটারীয়ান সুজন মজুমদার,মাসুম গাজী ।
সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠান শেষে বিজয়ী দল এস বি স্পোর্টিং ক্লাবের হাতে বিজয়ী পুরস্কার হিসেবে ৩২ ইঞ্চি এলইডি টিভি ও রানারঅপ দল মুক্তিযোদ্ধা ওহিদুজ্জামান একাদশকে ২৪ ইঞ্চি এলইডি টিভি তুলে দেন অতিথিরা।
খেলায় প্রধান রেফারির দায়িত্ব পালন করেন ইমান গাজী , সহকারী রেফারি ছিলেন, শাহাদাত ও ইমান মাঝি।