চাঁদপুরের মতলব উত্তরে বিদেশী পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ ১ যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। শনিবার সন্ধ্যায় উপজেলার বেলতলী আশ্রয়ন প্রকল্প সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত রমজান বেলতলী এলাকার বারেক সওদাগরের ছেলে।
রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মতলব উত্তর থানার ওসি আলমগীর হোসেন রনি।
মূলত ব্যবসায়ী রিপন সরকারকে হত্যার উদ্দেশ্যে অস্ত্রের যোগান দেন আব্দুল্লাপুরের ফিরোজ সিকদারের ছেলে লিটন বলে জানান আটককৃত রমাজন।