পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের পক্ষ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রিয় নিদের্শনা মোতাবেক সারাদেশের মতো শাহরাস্তিতেও পানিবন্ধি মানুষের মাঝে হাদিয়া (খাদ্য সামগ্রী) বিতরণ করা হয়েছে। দুই দিনের কর্মসূচীর অংশ হিসেবে শনিবার ও রোববার (৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর) শাহরাস্তি উপজেলার পানিবন্ধি মানুষের মাঝে হাদিয়া বিতরণ করা হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর চাঁদপুর জেলা সভাপতি শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শনিবার দুপুরে হাদিয়া বিতরণ কাজের উদ্বোধন করেন এবং তিনি পানিবন্ধি মানুষের হাতে হাদিয়া তুলে দেন। ইসলামী আন্দোলন হাজীগঞ্জ উপজেলা সভাপতি মাও. মাহতাব উদ্দিন চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে প্রায় সহস্রাধীক পরিবারের মাঝে হাদিয়া বিতরণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন উপস্থিতির উদ্দেশ্যে বলেন, আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করবো এই পানিবন্ধি মানুষের পাশে থাকতে। আপনারাও যারা প্রতিবেশী আছেন, তাদের খোঁজ-খবর রাখবেন। তারা যেন কখনোই অনাহারে কিংবা অর্ধাহারে তাদের জীবন অতিবাহিত না করে। পানিবন্ধির কারণে বিশেষ করে শ্রমজীবি মানুষের উপার্জন অনেকটা বন্ধ হয়ে গেছে। তাই, তাদের পাশে দাঁড়ানো আমাদের সকলেরই দায়িত্ব।
তিনি বলেন, ইসলামী আন্দোলন বিগত দিনে যেভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। পীর সাহেব চরমোনাই ও ইসলামী আন্দোলনের কেন্দ্রিয় নির্দেশনা মোতাবেক বর্তমানেও তা চলমান রয়েছে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, বানভাসি ও পানিবন্ধি মানুষের পাশে আমাদের ধারাবাহিক কার্যক্রম চলছে। শুধু মুসলমান নয়, হিন্দু, বৌদ্ধ ও খিস্ট্রানসহ সকল মানুসের কাছে আমরা খাদ্য সহায়তা নিয়ে ডোর টু ডোর পৌছে দেওয়ার চেষ্টা করছি।
এ দিকে উদ্বোধনের পর উপজেলার নরিংপুর, চিতোষী পূর্ব, চিতোষী পশ্চিম, রায়শ্রী উত্তর, রায়শ্রী দক্ষিণ, মেহের উত্তর দক্ষিণ, বৃহত্তর টামটা ও শাহারাস্তি পৌরসভার কিছু অংশসহ বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন। এসময় তিনি পানিবন্ধি অসহায় মানুষের হাতে হাদিয়া (খাদ্য সামগ্রী) তুলে দেন। এর ধারাবাহিকতায় শনিবার ও রবিবার হাদিয়া বিতরণ করেন দলীয় নেতৃবৃন্দ।
এ সময় অতিথি হিসেবে মুজাহিদ কমিটির বিভাগীয় দায়িত্বশীল মাও. যোবায়ের আহমেদ, জেলা ছদর মো. নুরুল আমিন, জেলা যুব আন্দোলনের সভাপতি মাও. ইমরান হোসাইন, জেলা ছাত্র আন্দোলনের সভাপতি রাকিব হোসাইন, শাহরাস্তি উপজেলা মুজাহিদ কমিটির ছদর মাস্টার ছিদ্দিকুর রহমান, সেক্রেটারী হাফেজ আব্দুস সালাম, ইসলামী আন্দোলন উপজেলা সভাপতি মো. ইসমাঈল হোসাইন, সেক্রেটারী মাও. ইকবাল হোসেন, ছাত্র আন্দোলনের সভাপতি মাও. ইসমাঈল হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
হাদিয়া বিতরণ কাজে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন, মুজাহিদ কমিটি, ইসলামী আন্দোলন, যুব আন্দোলন, ছাত্র আন্দোলন ও শ্রমিক আন্দোলনের নেতাকর্মী ও সমর্থক। উল্লেখ্য, দেশের কুমিল্লা, ফেনী, লক্ষ্মিপুর ও নোয়াখালী এলাকা বন্যার পানিতে নিমজ্জিত। বর্ষা আর বান ও টানা বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে শাহরাস্তি ও হাজীগঞ্জ উপজেলা। বন্যা না হলেও দুই উপজেলার প্রায় লক্ষাধীক মানুষ পানিবন্ধি হয়ে পড়েছেন।