শাহরাস্তিতে ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শাহরাস্তি ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের কার্যালয় পিতা কেটে শুভ উদ্বোধন শেষে ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের আয়োজনে রিভার ভিউ কফি হাউজ মিলনায়তনে নবনির্বাচিত কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নিজামুল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন এসোসিয়েশনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাকির হোসাইন, ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান মামুন, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার নুরুন নাহার তানিয়া, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ ইমরান হোসেন, সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন সিয়াম, ইঞ্জিনিয়ার আমিনুল এহছান হৃদয়,সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মুনসুর আহমেদ, সহ কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান, দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার রুবেল ভূইয়া, প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ হাসানুজ্জামান। উপস্থিত ছিলেন সদস্য ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম ভূঁইয়া, ইঞ্জিনিয়ার মোঃ সজিব হোসেন, ইঞ্জিনিয়ার শরীফ, ইঞ্জিনিয়ার মোঃ রোহনসহ অন্যান্য সদস্যবৃন্দ।
সাধারণ সভায় বক্তারা বলেন শাহরাস্তি ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন একটি অরাজনৈতিক সংগঠন। আমাদের এই শাহরাস্তি ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন কিভাবে সু-সংগঠিত করা যায় সেই লক্ষ্যে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। যাতে করে আমাদের এই এসোসিয়েশন সারাদেশের একটি মডেল সু-সংগঠন ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন হিসেবে স্বীকৃতি পেয়ে থাকেন। সেই লক্ষ্যে এগিয়ে যেতে হবে। আমরা এক অভিন্ন, সুখে- দুখে একজনের পাশে আরেকজন গিয়ে সহযোগিতা করব। এবং সামাজিক উন্নয়নমূলক কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।