চাঁদপুরের শাহরাস্তিতে রাতে বাড়ি ফেরার পথে আওয়ামী লীগের অতর্কিত হামলায় উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ আজগর হোসেন মিয়াজী আহত হয়েছেন। এ ঘটনায় রাতেই বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় ছাত্রদল নেতা-কর্মীরা।
সোমবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টায় উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের দৈকামতা গ্রামে হামলার এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ আজগর হোসেন মিয়াজী রাতে নিজ বাড়ি চিতোষী পশ্চিম ইউনিয়নের পাথৈর গ্রামে যাওয়ার পথে সূচীপাড়া উত্তর ইউনিয়নের দৈকামতা এলাকায় স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বোরহানের নেতৃত্বে পূর্ব থেকে উৎ পেতে থাকা একদল আওয়ামী লীগ নেতা-কর্মী তার উপর হামলা চালায়। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, আহতের মাথায় ৪ টি সেলাই দেয়া হয়েছে। এছাড়া শরীরের অন্যান্য স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম পাটোয়ারী লিটন এ ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।
এ ঘটনায় রাত ১০ টায় উপজেলার ঠাকুর বাজার ও কালিবাড়ি এলাকায় প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় ছাত্রদল নেতা-কর্মীরা।