মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়ন বিএনপির আয়োজনে প্রায় ১৭ বছর পরে জনসভা হতে যাচ্ছে। আগামীকাল সোমবার ৩ ঘটিকার সময় মতলব উত্তর শিল্পকলা একাডেমি মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র ও জেলা বিএনপির জন্য সাধারণ সম্পাদক তানভীর হুদা। সভাপতিত্ব করবেন গজরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন প্রধান।
রবিবার (২২ সেপ্টেম্বর) সকালে জনসভার স্টেজ পরিদর্শন করেন মতলব উত্তর উপজেলার বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোবারক হোসেন, ফতেপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বোরহান উদ্দিন, গজরা ইউনিয়ন যুবদলের সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মো. মামুন প্রধান, ইউনিয়ন বিএনপির নেতা সাহ-আলম সরকার, যুবদল নেতা রেজাউল করিম রিপন, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবদল নেতা আজিজ আহাম্মদ, গজরা ইউনিয়ন ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ-সম্পাদক কারা নির্যাতিত নেতা মো. আরিফুল ইসলাম বাবু সহ নেতৃবৃন্দ।
ক্যাপশন :
মতলব উত্তরে গজরা ইউনিয়নে বিএনপি’র জনসভার স্টেজ পরিদর্শনে নেতৃবৃন্দ।