চাঁদপুরের হাজীগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব ও চাঁদপুরের সেনাবাহিনীর দায়িত্বরত কর্মকর্তা সেনাবাহিনীর ২১ বীরের ভারপ্রাপ্ত অধিনায়ক মো. মোয়াজ্জেম হোসেন, পিএসসি।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে হাজীগঞ্জ শহর এলাকার শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম ও শ্রী শ্রী রাজা লক্ষ্মী নারায়ণ জিউড় আখড়ার ত্রীনয়নি পূজা মণ্ডপ পরিদর্শন এবং হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেল) পঙ্কজ কুমার দে, উপজেলা নির্বাহী অফিসার তাপস শীল, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক, চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, সহ-সভাপতি পরেশ চন্দ্র মালাকার, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ উপস্থিত ছিলেন।
পূজামণ্ডপ পরিদর্শকালে হাজীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রোটা. রুহিদাস বণিক, সাধারণ সম্পাদক প্রাণকৃষ্ণ সাহা মনা, পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি রাধাকান্ত দাস রাজু, সাধারণ সম্পাদক শ্যামল সাহা, যুগল কৃষ্ণ হালদার, নিহার রঞ্জন হালদার মিলনসহ পূজামণ্ডপের কমিটি নেতৃবৃন্দ কর্মকর্তাদের স্বাগত জানান।
উল্লেখ্য, হাজীগঞ্জের ২৯টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি পূজামণ্ডপের নিজস্ব স্বেচ্ছাসেবকদের পাশাপাশি সার্বক্ষণিক আনসার ও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। এছাড়াও সাদা পোশাকে পুলিশ, মোবাইল টিম, ডিবি ও র্যাব, সেনাবাহীনির সদস্যরা দায়িত্ব পালন করছেন।
এর পাশাপাশি স্থানীয়ভাবে প্রতিটি পূজামণ্ডপে বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নেতৃবৃন্দ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছেন।