বিশ্ব মানবাধিকার দিবস পালনের জন্য হিউম্যান এইড ইন্টারন্যাশনাল এর নারায়নগঞ্জ জেলা কমিটির প্রস্তুতি সভা
৯ নভেম্বর রোজ শনিবার বিকালে নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ে বিশ্ব মানবাধিকার দিবস (১০ই ডিসেম্বর) পালনের জন্য হিউম্যান এইড ইন্টারন্যাশনা নারায়ণগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। প্রস্তুতি সভার বক্তব্যে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি এডভোকেট শহিদুল ইসলাম টিটু বলেন, বিশ্ব মানবাধিকার দিবস পালনের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমরা শহরে রেলী ও জেলা কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করব।
সকলকে উদ্দেশ্য করে বলেন, প্রত্যেককে সাধারণ মানুষের মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করতে।
এডভোকেট সহিদুল ইসলাম টিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ এর সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি মো: শাহ আলম খন্দকার, সহ সভাপতি কমল চন্দ্র মন্ডল, মনিরুল ইসলাম মনির, যুগ্ম সাধারণ সম্পাদক নূর উদ্দিন, নজরুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক মো: সোহেল, যুগ্ম সাংগঠনিক সম্পাদক নূর আলম আকন্দ, শফিকুল ইসলাম, উদয় মুকুল, অর্থ সম্পাদক বশির সরকার, যুগ্ম অর্থ সম্পাদক মো: হুমায়ন কবির, আইন সম্পাদক এডভোকেট মোজাম্মেল মল্লিক শিপলু, যুগ্ম আইন সম্পাদক এডভোকেট. মো: নুরুজ্জামান যুগ্ম আইন সম্পাদক,নারী ও শিশু বিষয়ক সম্পাদক এডভোকেট মাসুদা বেগম সম্পা, যুগ্ম নারী ও শিশু বিষয়ক সম্পাদক হোসনে আরা বেগম।
এছাড়াও হিউম্যান এইড ইন্টারন্যাশনাল নারায়ণগঞ্জ এর সদস্যরা উপস্থিত ছিলেন।