ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বের প্রতি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান -ইঞ্জিঃ মমিনুল হক
শাহরাস্তিতে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে এক বিশাল র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিকেলে পৌর শহরের শাহরাস্তি গেইট (দোয়াভাঙ্গায়) আল আমিন শপিং কমপ্লেক্সে সম্মুখে শাহরাস্তি পৌরসভা ও উপজেল বিএনপি এবং সকল অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এটি অনুষ্ঠিত হয়।শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়ার সভাপতিত্বে ও উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সফল সভাপতি হাজীগঞ্জ শাহরাস্তি বিএনপির প্রধান সমন্বয়ক লায়ন ইঞ্জিঃ মমিনুল হক।
তিনি বক্তব্যে বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক মর্মভেদ এ জাতির সবাই জানে। তৎকালীন সময় প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাহসী ও বলিষ্ঠ নেতৃত্বের ফলে বাংলাদেশে বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এই সময় তিনি গত সরকারের বিষয়ে নানামুখী সমালোচনার ইঙ্গিত করে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার কথা পূর্ণ ব্যক্ত করেন।গণতন্ত্রের মানষকন্যা,আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বের প্রতি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।পরিশেষে তিনি দলীয় নেতৃবৃন্দ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন।
এ সময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ সেলিম পাটওয়ারী লিটন, সহ-সভাপতি আবুল কালাম আতাহার, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আক্তার হোসেন পাটোয়ারী, সাবেক সাংগঠনিক সম্পাদক এটিএম জিয়াউদ্দিন বাদল,পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল কালাম পাটোয়ারী, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক বেলায়েত হোসেন সেলিম, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাবেক উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এড. শাহেদুল হক মজুমদার সোহেল, সদস্য সচিব এহতেশামুল গণি, পৌর বিএনপি’র যুগ্ম সম্পাদক গাজী ফিরোজ, উপজেলা যুবদলের সদস্য সচিব, এহতেশামুল হক গণি, পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন নয়ন, উপজেলা স্বেচ্ছা সেবক দলের আহ্বায়ক মোঃ মাসুদ আলম, সদস্য সচিব মোঃ মোয়াজ্জেম হোসেন শিপন, উপজেলা ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার এবিএম পলাশ, সদস্য সচিব আলী আজগর, পৌর যুবদলের যুগ্ন আহবায় মাহবুব হাসান বাবলু, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোঃ হেলাল উদ্দিন, পৌর শ্রমিক দলের আহবায়ক মোঃ আব্দুল খালেক।
এছাড়া শাহরাস্তি উপজেলা ও সকল ইউপির, ওয়ার্ডের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সকল সহযোগী অঙ্গসংগঠন নেতৃবৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন।