হাজীগঞ্জে সাংবাদিক এনায়েত মজুমদারের ছোট ভাই মরহুম মো. তাপাজ্জল হোসেন মজমুদার তাপুর (৩৫) মাগফেরাত কামনায় দোয়া-মাহফিল ও কুলখানি অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ নভেম্বর) বাদ জোহর মরহুমের কবর জিয়ারত ও দোয়া-মাহফিল পরিচালনা করেন, টোরাগড় পূর্বপাড়া হাজী রহিম উদ্দিন জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাও. বিএম মাহদী।
দোয়া-মাহফিল ও কুলখানিতে মরহুমের পরিবারের সদস্য, আত্মীয়-স্বজনসহ স্থানীয় ও এলাকাবাসী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ অংশগ্রহণ করেন। এর আগে গত বুধবার (২০ নভেম্বর) রাত দশটার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান, মো. তাপাজ্জল হোসেন মজমুদার তাপু। ওই দিন বিকালে সে রামগঞ্জে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়।
নিহত তাপাজ্জল হোসেন মজুমদার তাপু হাজীগঞ্জ পৌরসভাধীন ৭নং ওয়ার্ড টোরাগড় এলাকার মজুমদার বাড়ি বদিউল আলম মজুমদারের মেঝো ছেলে। সে সহজ-সরল প্রকৃতির ছিলো। প্রায় সময় সে পরিবারের কাউকে না বলে বাড়ির বাহিরে বিভিন্ন এলাকায় চলে যেতো। আবার সে নিজে নিজে বাড়িতে ফিরে আসতো। একইভাবে গত বুধবার বিকালে সে রামগঞ্জ গিয়ে সড়ক দুর্ঘটনার শিকার হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সেখানে তার শারিরিক অবস্থার অবনতি হলে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে সাংবাদিক এনায়েত মজুমদার লক্ষ্মীপুর সদর হাসপাতালে যান। এরপর তার ভাইকে গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালেন নিয়ে ভর্তি করানা হয় এবং ওই দিন রাতেই সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এদিকে মো. তাপাজ্জল হোসেন মজমুদার তাপুর মৃত্যুতে নিহতের পরিবার ও আত্মীয়-স্বজনের মাঝে শোকের ছায়া নেমে আসে। এছাড়াও তার মৃত্যুতে শোক প্রকাশ করেন স্থানীয় ও এলাকাবাসী।