কচুয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব জগন্নাথ ইউনিভার্সিটির (KSAJU) ২০২৪-২৫ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) দুপুরে কাঁঠালতলা কলা অনুষদ হলরুমে এই কমিটি দেওয়া হয়। সংগঠনটি ২০১৭ সালের ১১ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়, যার মূল লক্ষ্য চাঁদপুর জেলার কচুয়া উপজেলার শিক্ষার্থীদের মধ্যে একতা গড়ে তোলা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা এবং শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে কাজ করা।
প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি কচুয়া উপজেলার শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে আসছে। এটি সদস্যদের একাডেমিক এবং ব্যক্তিগত উন্নয়নের পাশাপাশি তাদের বিভিন্ন সমস্যার সমাধানে সহযোগিতা করে। এছাড়া, শিক্ষার্থীরা এ প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের দক্ষতা বিকাশ এবং একসঙ্গে উন্নতির পথে এগিয়ে যাওয়ার সুযোগ পায়।
প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি: মো শাহ ইমরান খান বলেন- এই সংগঠনটি হবে জগন্নাথ ইউনিভার্সিটিতে অধ্যয়নরত কচুয়া উপজেলার সকল ছাত্র /ছাত্রীদের আশ্রয়স্থল। যারা ২০২৪-২৫ সেশনের জন্য নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে তারা সংগঠনটির কার্যক্রমে নতুন উদ্দীপনা যোগ করবে।
নতুন কমিটির নেতৃত্ব সভাপতি: মো. নিয়াজ মৃধা
বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী। সাধারণ সম্পাদক: মজিবুর রহমান সরকার বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী।
এই নতুন কমিটির মাধ্যমে কচুয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন পূর্বের ধারাবাহিকতা বজায় রেখে আরও কার্যকরভাবে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে বলে আশা করা হচ্ছে। সংগঠনটি শিক্ষার্থীদের একত্রিত করে একতা, সহযোগিতা এবং উন্নতির দৃষ্টান্ত স্থাপন করছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ছবি : কচুয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ২০২৪-২৫ সেশনের সভাপতি মো: নিয়াজ মৃধা, সাধারন সম্পাদক মজিবুর রহমান সরকার।