হাজীগঞ্জের বেলচোঁ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচিত কমিটির নেতৃবৃন্দের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়। ২৩ ডিসেম্বর সোমবার বেলচোঁ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত শপথ গ্রহন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবগঠিত কমিটির সভাপতি অহিদুল ইসলাম চৌধুরী মহন।
বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মাসুমের সঞ্চালনা প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন ফারুক, প্রধান নির্বাচন কমিশনার, লেখক ও গবেষক আনোয়ার হোসেন সরকার, ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, ৬ নং ইউনিয়ন বিএনপি সভাপতি ইমাম হোসেন ইমান, সাবেক চেয়ারম্যান প্রার্থী মাকসুদ ইসলাম সোহেল, এলাকার ব্যক্তিত্ব এমদাদ উল্ল্যাহ তফদার, বাজার ব্যবসায়ীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন শহিদউল্ল্যা আলফু প্রমুখ।
পরে প্রধান নির্বাচন কমিশনার আনোয়ার হোসেন সরকার নবগঠিত কমিটির নির্বাচিতদের শপথ পাঠ করান। এতে সভাপতি পদে অহিদুল ইসলাম চৌধুরী মহন, সাধারণ সম্পাদক পদে আবু সুফিয়ান, সহ সভাপতি শাহাজালাল সোহাগ, সহ সাধারণ সম্পাদক হোসেন মিজি, সাংগঠনিক সম্পাদক সোহেল সরকার, কোষাধ্যক্ষ নুরুন্নবী, দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন, প্রচার সম্পাদক ফারুক হোসেন, বানিজ্য সেলিম মুন্সি, ১নং ওয়ার্ড কাউন্সিলর মিজান, ২নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম, ৩নং ওয়ার্ড কাউন্সিলর শাহাদাত সরকার ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর বাহার মোল্লা উপস্থিত থেকে শপথ বাক্য পাঠ করেন।
এর আগে গত ৭ ডিসেম্বর শনিবার বেলচোঁ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়। এ শপথ গ্রহনের মধ্যে দিয়ে আগামি তিন বছর উক্ত কমিটি বাজার পরিচালনার দায়িত্ব পালন করবেন।