হাজীগঞ্জের বড়কুল পূর্ব ইউনিয়নের আল কাউসার একাডমি বেলচোঁ’র বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) সকালে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক। এসময় তিনি অভিভাবকসহ উপস্থিতির উদ্দেশ্য দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
ইউনিয়নের সাবেক ও পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ চেয়ারম্যান আলহাজ্ব মাও. আবু জাফর ছিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মনিরুল ইসলাম, সামাজিক ও মানবিক সংগঠন সেবা সংঘের প্রতিষ্ঠাতা ও সভাপতি আনোয়ার হোসেন সরকার, বেলচোঁ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি অহিদুল ইসলাম চৌধুরী মহন, আল কাউসার ট্রাস্টের প্রশাসনিক কর্মকর্তা মো. জয়নাল আবেদীন।
বক্তব্য রাখেন, মাও. রফিকুল ইসলাম, আব্দুল হান্নান তালুকদার, মোশাররফ হোসেন নূরানী মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ আবুল কাশেম, আল কাউসার একাডেমি বেলচোঁর সাধারণ সম্পাদক শহিদউল্যাহ আলফু সর্দার, সহ-সভাপতি মাও. আব্দুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার, সদস্য ইঞ্জি. জাহাঙ্গীর আলম চৌধুরী, নজরুল ইসলাম, ইমাম হোসেন টিটু, মনির হোসেন মোল্লা প্রমুখ।
একাডেমির প্রধান শিক্ষক হাফেজ মনজুর আহমেদ পাটওয়ারীর উপস্থাপনায় বক্তব্য শেষে সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী ও মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুকসহ অন্যান্য অতিথিবৃন্দ। এসময় স্থানীয় ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, একাডেমির শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।