জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের সিদ্ধিরগঞ্জ থানা আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিক ঘোষনা করা হয়েছে। কমিটিতে মো. মনিরুজ্জামান মনিকে আহ্বায়ক ও মো. ফয়সাল হোসেন রানাকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন, জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের নারায়ণগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক মো. জিএম সুমন মুন্সি ও সদস্য সচিব শফিকুল ইসলাম।
সোমবার (৩০ ডিসেম্বর) রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার শিমরাইল এ রহমান সুপার মার্কেট চায়না পার্ক রেস্টুরেন্টে জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের সিদ্ধিরগঞ্জ থানা কমিটি অনুমোদন উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মো. জি এম সুমন মুন্সি ও সদস্য সচিব শফিকুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন আসাদুজ্জামান মিন্টু।
কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. তোফাজ্জল হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. মাহবুবুর রহমান শিপু, ইঞ্জি. আবু সাঈদ, মো. অরুন মিয়া, সাদিকুর রহমান নোপেল, মো. ফখরুল ইসলাম, মো. কামরুল হাসান, মো. আনোয়ার হোসেন আনু, মো. আলিফ প্রধান।
সদস্য মো. শামীম হোসেন, মো. মেহেদী হাসান, মো. শাহ আলম, কাজী জাকির হোসেন, মো. কামরুল হাসান, মো. শাহ আলম (আলম), রুমা খাতুন, নাসিমা খানম, মো. কবির হোসেন ও মোহাম্মদ আলী।
জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মো. জি এম সুমন মুন্সি ও সদস্য সচিব শফিকুল ইসলাম সিদ্ধিরগঞ্জ থানা আহ্বায়ক কমিটি ঘোষনা দিয়ে নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি করার আহ্বান জানান। সকল প্রকার অপরাধ ও অন্যায় থেকে দূরে থেকে জাতীয়তাবদী আদর্শে দেশ গঠনে ভূমিকা রাখার অনুরোধ করেন।