মতলব উত্তর থানা পুলিশের বিশেষ অভিযানে মো. সাজ্জাত হোসেন (২০) নামে এক মাদক কারবারির কাছ থেকে ৪৮০পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের শ্রীরায়েরচর-মতলব মুখি আবিদ ভূইয়া বাড়ির সামনে বেড়িবাধঁ সড়কের উপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. সাজ্জাত হোসেন দাউদকান্দি উপজেলার উত্তর সোতনন্দী গ্রামের মো. আব্দুল জলিলের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, মতলব উত্তর থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মো. জাফর আহমেদ সংগীয় অফিসার ও ফোর্সসহ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা বাগানবাড়ি ইউনিয়নের শ্রীরায়েরচর-মতলব মুখি আবিদ ভূইয়া বাড়ির সামনে বেড়িবাধঁ সড়কের উপর থেকে তাকে ৪৮০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মো. সাজ্জাত হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারি মো. সাজ্জাত হোসেনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাকে চাঁদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।