নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা এবং আসন্ন শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সভাপতিত্ব করেন।
সভায় জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
একই সঙ্গে ২১শে ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ যথাযথ মর্যাদায় উদযাপনের জন্য বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়। এ উপলক্ষে প্রভাতফেরি, জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানাবিধ কর্মসূচির পরিকল্পনা করা হয়।
সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, ছাত্র প্রতিনিধি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় সকলকে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয় এবং শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচিসমূহ সুষ্ঠু ও শৃঙ্খলভাবে সম্পন্ন করার বিষয়ে সর্বাত্মক সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করা হয়।