হাজীগঞ্জের বেলচোঁ কারিমাবাদ ফাযিল ডিগ্রি মাদরাসার ২০২৫ সালের দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে মাদ্রাসা মাঠে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ কারীদের জন্য দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়।
বেলচোঁ কারিমাবাদ ফাযিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান আশরাফির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ৬নং বড়কুল পূর্ব ইউনিয়ন পরিষদের স্বর্ণপদক প্রাপ্ত সাবেক চেয়ারম্যান মাও আবু জাফর সিদ্দিকী।
মাদ্রাসার সহ অধ্যাপক মো. কামরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক লেখক ও সাহিত্যিক আনোয়ার হোসেন সরকার, বিশিষ্ট ব্যবসায়ী শহীদ উল্ল্যাহ আলফু, সমাজসেবক জাফর উল্ল্যাহ চৌধুরী।
শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মেহেদী হাছান ও এমরান হোসেন, পরীক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন আনাস পাটোয়ারী ও তাসফিয়া আক্তার।
এসময় শিক্ষার্থীদের মঙ্গল কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
ক্যাপশন : হাজীগঞ্জ বেলচোঁ কারিমাবাদ ফাজিল ডিগ্রি মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন সাবেক চেয়ারম্যান মাও. আবু জাফর সিদ্দিকী।