বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের আহ্বায়ক জি.এম সুমন ও সদস্য সচিব মো. শফিকুল ইসলামের নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জের নাসিক ১নং ওয়ার্ডের ফুলকলি স্কুল মোড় থেকে পিএম এর মোড়, শাপলা চত্বর পাইনাদী নতুন মহল্লা এলাকায় সাধারণ মানুষের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের নেতা মো. মনির হোসেন মনির, মো. আসাদুজ্জামান মিন্টু, সদস্য মো. শাহ্ আলম, মো. আরিফ হোসেন, মো. মিজানুর রহমান মিজান, মো. নাজমুল আলম, মো. জাকির হোসেন, মো. ওমর ফারুক জয় ও মো. জয়নাল আবেদীন প্রমুখ।
এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের সদস্য সচিব মো. শফিকুল ইসলাম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন হলে এ দেশ আগামীতে হবে একটি সুখী, সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ। এখন দেশের ক্লান্তি লগ্ন সময় চলছে। তাই দেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এই সকল ষড়যন্ত্র মোকাবেলা করার আহ্বান জানান তিনি।