হাজীগঞ্জে বিভিন্ন সরকারি অফিস পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলাপ্রশাসক একরামুল ছিদ্দিক। মঙ্গলবার (১৮ ফেব্রæয়ারী) তিনি উপজেলার কয়েকটি ভ‚মি অফিস, খাসজমি/হাট-বাজার/আবাস/গুচ্ছগ্রাম/আশ্রয়ন প্রকল্প দর্শন করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন উপস্থিত ছিলেন।
জানা গেছে, এ দিন সকালে তিনি হাজীঘঞ্জ উপজেলা ভ‚মি অফিস পরিদর্শন এবং ভ‚মি অফিসের ইনোবেশন কার্যক্রম দর্শন, দুপুরে উপজেলা ভ‚মি অফিস (সহকারী কমিশনার কার্যালয়), খাসজমি/হাট-বাজার/আবাস/গুচ্ছগ্রাম/আশ্রয়ন প্রকল্প দর্শন, বিকালে বড়কুল পশ্চিম ইউনিয়নের রামচন্দ্রপুর ইউনিয়ন ভ‚মি অফিস পরিদর্শন করেন।
এসময় তিনি নাগরিক সেবা নিশ্চিত, দ্রæত ও সহজীকরণে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। পরিদর্শনকালে উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) রিফাত জাহান, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, সাধারণ সম্পাদক খন্দকার আরিফসহ অন্যান্য সরকারি কর্মকর্তা ও প্রেসক্লাব নেতৃবৃন্দউপস্থিত ছিলেন।
এদিকে দুপুরে পৌরসভায় আসলে অতিরিক্ত জেলাপ্রশাসক একরামুল ছিদ্দিককে ফুলেল শুভেচ্ছা জানান, প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন।
শুভেচ্ছা প্রদানকালে পৌর নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম বীন আখতার, সহকারী প্রকৌশলী মাহবুবর রশিদ, হিসাবরক্ষণ কর্মকর্তা সফিকুর রহমান, সমাজ উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেন, সহকারী প্রকৌশলী আব্দুর রাজ্জাক, বাজার পরিদর্শক খাসা সাফিউল বাসার রুজমন, উচ্চমান সহকারী আব্দুল লতিফ, হিসাবরক্ষক হাবিব উল্যাহ্ ভুইয়াসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।