Header Border

ঢাকা, বুধবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ (বসন্তকাল)
শিরোনাম
স্বর্ণকলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ  রাজাপুরা আরেফিয়া মাদরাসা ও এতিম খানার জায়গা দখলের চেষ্টা বিএনপি’র সমাবেশে রেজাউল করিমের আস্থাভাজন’শাহাদাত প্রধানের নেতৃত্বে নজরকাড়া শোডাউন নারায়ণগঞ্জের স্কুলগুলোতে দ্যুতি ছড়াচ্ছেন ডিসি জাহিদুল ইসলাম হাজীগঞ্জে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু মতলব উত্তরে বেড়ীবাঁধ রাস্তায় সৌন্দর্য ছড়াচ্ছে অযত্নে ফোটা ভাঁট ফুল চাঁদপুর-২ থেকে বিএনপির বর্ধিত সভায় প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত ক্যাটাগরিতে দাওয়াত পেলেন তানভীর হুদা হাজীগঞ্জে পরকীয়ার জেরে দুই সন্তানকে ফেলে এক সন্তানের জনকের সঙ্গে উধাও গৃহবধূ! মতলব উত্তরে দূর্গাপুর ইউনিয়নে নিবন্ধিত জেলেদের মাঝে চাল বিতরণ মতলব উত্তরে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

হাজীগঞ্জে সেন্দ্রা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

হাজীগঞ্জের বড়কুল পূর্ব ইউনিয়নের সেন্দ্রা বাজার ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারী) ব্যাপক উৎসাহ-উদ্দিপনা ও শান্তিপূর্ন পরিবেশে এ নির্বাচন সম্পন্ন হয়। এদিন সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে ১৬৩ জন ভোটার তাদের ভোটাধীকার প্রয়োগ করেন।

এরপর ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার ও হাজীগঞ্জ সেবা সংঘের প্রতিষ্ঠাতা মো. আনোয়ার হোসেন সরকার নোমানের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করেন, প্রিসাইডিং অফিসার অধ্যাপক মো. কামরুল হাসান। নির্বাচনে ১১টি পদের মধ্যে ৪টি পদে প্রত্যক্ষ ভোটগ্রহণ করা হয় এবং ৭ জন বিনাপ্রতিদ্ব›দ্ধীতায় নির্বাচিত হন।

প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন, আনারস প্রতীকের প্রার্থী মাসুম গাজী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন, শরিফুল ইসলাম ও খোরশেদ আলম। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন, ঈগল প্রতীকের প্রার্থী সলেমান বেপারী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন, শাহিদুল ইসলাম।

সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন, ঘুড়ি প্রতীকের প্রার্থী রিয়াদ দর্জি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন, ইসমাঈল হোসেন এবং সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন, মোবাইল প্রতীকের প্রার্থী শাহাদাত হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন, শরীফ মিজি।

বিনাপ্রতিদ্ব›দ্ধীতায় নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি ইয়াকুব মোল্লা, দপ্তর সম্পাদক মো. রোকন, প্রচার সম্পাদক মো. রহমত উল্যাহ্, বানিজ্য সম্পাদক মো. ইব্রাহিম, কোষাধ্যক্ষ (অর্থ সম্পাদক) ইয়াছিন রবিন, কাউন্সিলর-১ আবু তোহা ও কাউন্সিলর-২ মো. হোসেন।

নির্বাচন কার্যক্রমে দায়িত্ব পালন করেন, সহকারী নির্বাচন কমিশনার বিএম আলাউদ্দিন, সানাউল্যাহ্, মাহবুবুর রহমান পনু, কাজী মোস্তফা ও কাউসার হোসেন। এসময় অতিথি হিসেবে উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব কাজী জসিম উদ্দিন, বেলচোঁ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি অহিদুল ইসলাম মোহনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন  বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হত না - অধ্যক্ষ মো. মাসুদ আহাম্মদ

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

স্বর্ণকলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ 
রাজাপুরা আরেফিয়া মাদরাসা ও এতিম খানার জায়গা দখলের চেষ্টা
বিএনপি’র সমাবেশে রেজাউল করিমের আস্থাভাজন’শাহাদাত প্রধানের নেতৃত্বে নজরকাড়া শোডাউন
নারায়ণগঞ্জের স্কুলগুলোতে দ্যুতি ছড়াচ্ছেন ডিসি জাহিদুল ইসলাম
হাজীগঞ্জে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু
মতলব উত্তরে বেড়ীবাঁধ রাস্তায় সৌন্দর্য ছড়াচ্ছে অযত্নে ফোটা ভাঁট ফুল

আরও খবর

error: Content is protected !!