মতলব উত্তরের কলাকান্দা ইউনিয়নের দশানী বাজার সংলগ্ন স্থানে জাটকা (ছোট ইলিশ) রক্ষায় এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারী) বিকেলে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় চন্দ্র দাসের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, কলাকান্দা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মেহেদী হাসান, ইউপি সদস্য সাইদুর রহমান শিবলু, মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এর প্রতিনিধি এসআই মো. আনোয়ার হোসেন, ইউপি সদস্যবৃন্দ, আড়ৎদার, মৎস্যজীবী নেতৃবৃন্দ, জেলে, এলাকাবাসী ও অত্র দপ্তরের কর্মচারীবৃন্দ।
সভায় ১ মার্চ হইতে ৩০ এপ্রিল পর্যন্ত নিষিদ্ধ সময়ে জাটকা আহরণ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়। এই আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জেলেদেরকে সচেতন করা হয়।