ফরিদগঞ্জের মাটিতে কোনো চাঁদাবাজের স্থান হবে না … মোতাহার হোসেন পাটোয়ারী
ফরিদগঞ্জে আট শতাধিক নেতাকর্মীদের নিয়ে ইফতার করলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোতাহার হোসেন পাটোয়ারী। মফস্বল শহরে অত্যান্ত সুশৃঙ্খল ইফতার মাহফিলের এটা একটা দৃষ্টান্ত। উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আবদুল মতিনের দক্ষ নেতৃত্বে অনেকদিন পর একটি শৃঙ্খল রাজনৈতিক ইফতার মাহফিল দেখলো উপজেলাবাসী।
শনিবার (১৫ মার্চ ২০২৫) আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশন মাঠে ইফতার পূর্ব আলোচনায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন পাটোয়ারী বলেন, ‘ফরিদগঞ্জের মাটিতে টেন্ডারবাজ, দখলবাজ, চাঁদাবাজের কোন স্থান হবে না। উপজেলায় বিএনপির কেউ এসবে জড়িত হয়ে বিপদে পড়লে তার দায় বিএনপি নিবে না। আমরা এসব কঠোর হাতে দমন করবো। চাঁদাবাজির কোন তকমা ফরিদগঞ্জ উপজেলা বিএনপি নিবে না।’
ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের আয়োজনে বিশাল ইফতার ও দোয়া অনুষ্ঠানের সভাপতি মোতাহার হোসেন পাটোয়ারী আরো বলেন, ‘গত ৫ আগষ্টের পর থেকে আমরা সবাই মামলা হামলা থেকে মুক্ত। চাঁদাবাজি টেন্ডারবাজির বিষয়ে নেতাকর্মীরা সবাই সজাগ থাকবেন, সবাই দায়িত্বশীল আচরন করবেন। আমাদের দলের কেউ কারো প্রতি জোর জবরদস্তি করলে তা আপনারা প্রতিহত করবেন।’ দোয়া পরিচালনা করেন তুলাতলি জামে মসজিদের খতিব মুফতি আনোয়ার হোসাইন আমিনী।
ইফতার ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক এস. এম. মিজান, জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাকালিন সাধারণ সম্পাদক সফিউল বাশার মকুল পাটোয়ারী, জেলা বিএনপির সদস্য ও ফরিদগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি হারুন অর রশিদ, ফরিদগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি ও ফরিদগঞ্জ কলেজের সাবেক ভিপি সিরাজুল ইসলাম পাপক, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল ইসলম পাটোয়ারী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাশেম পাটোয়ারী, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহাদাত হোসেন নয়ন, উপজেলা বিএনপির সদস্য মাহামুদুল হক স্বপন পাটোয়ারী, সাবেক জেলা যুবদল নেতা মজিবুর রহমান ফরহাদ, ৮নং ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি হুমায়ূন, ১০নং ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ পাটোয়ারী, ১নং বালিথুবা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তাজুল ইসলাম খান, ১১নং ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন টেলু, উপজেলা বিএনপি’র সদস্য, ফরিদগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর সোহেল, ৯নং ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বাচ্চু, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি হারুন, ১৪ নং ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাজান গাজী, ১২নং ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সেকু মেম্বার, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আমির হোসেন, জহিরুল ইসলাম, মামুন পাটোয়ারী, তানভীর আহমেদ, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক ফারুক হোসেন রনু, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক এমরান হোসেন স্বপন, ১১নং ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হাবিব মেম্বার, সদস্য সচিব মাহিম মেম্বার, ১২নং যুবদলের আহবায়ক সুমন মোল্লা, ১৬নং যুবদলের আহ্বায়ক আরিফ হোসেন, সদস্য সচিব মাহফুজুর রহমান, ৯নং ইউনিয়ন যুবদলের সদস্য সচিব হেলাল পন্ডিত, ৭নং ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সুমন, ১৪নং ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. সবুজ, ২নং ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ইমরান হোসেন ইমু, ৩নং ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি অনিক হাসান মাসুম বিল্লাহ, ১৪নং ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শফিক হোসেন, পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব কামরুল ইসলাম রাড়ী, উপজেলা মহিলা দলের অন্যতম নেত্রী শারমিন প্রমুখ।
ক্যাপশন : ফরিদগঞ্জে বিএনপির ইফতার মাহফিলে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোতাহার হোসেন পাটোয়ারী।