চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ২০২৫ উদযাপন হয়েছে।
এ উপলক্ষে বুধবার উপজেলা পরিষদ চত্বরে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, ৩১ বার তোপধ্বনি, শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ, ডিসপ্লে, শিশুদের কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ আয়োজন করে উপজেলা প্রশাসন।
পুষ্পস্তবক অর্পণ করেন, উপজেলা প্রশাসন, থানা পুলিশ, কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিকবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এদিকে ডিসপ্লে ও বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে মতলব উত্তর উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলো।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি। উপজেলা একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলামের উপস্থাপনায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, মতলব উত্তর থানার ওসি মোঃ রবিউল হক, উপজেলা প্রকৌশলী মোঃ মনির হোসেন, কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় চন্দ্র দাস, বীর মুক্তিযোদ্ধা নুরুল হক, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম প্রমুখ।
আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।