হাজীগঞ্জে বিনম্র শ্রদ্ধা ও যথাযথ মর্যাদায় বিজয়স্তম্ভে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ৫৫ তম জাতীয় ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫’ উদযাপন করেছে হাজীগঞ্জ প্রেসক্লাব। বুধবার (২৬ মার্চ) দিবসটির প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা করে উপজেলা প্রশাসন।
এরপর উপজেলা পরিষদ চত্ত্বরে প্রশাসনের পক্ষে বিজয়স্তম্ভ পুস্পস্তবক অর্পনের পর জাতীর বীরদের প্রতি শ্রদ্ধা জানান, প্রেসক্লাব নেতৃবৃন্দ। প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদের নেতৃত্বে পুস্পস্তবক অর্পনে প্রেসক্লাবের প্রধান সমন্বয়ক ও প্রতিষ্ঠাতা সদস্য জহিরুল ইসলাম লিটন উপস্থিত র্ছিলেন।
এছাড়াও সমন্বয় কমিটির সদস্য গাজী সালাউদ্দিন, কাজী হারুন অর রশিদ ও এসএম চিশতী, কার্যকরি কমিটির সদস্য আরিফ ইমাম মিন্টু, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম নয়ন, অর্থ সম্পাদক মোহাম্মদ হাবীব উল্যাহ্, সাংবাদিক কল্যাণ সমিতির অর্থ সম্পাদক জাহিদ হাসানসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।