চাঁদপুরের হাজীগঞ্জে বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিজয়স্তম্ভে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ৫৫ তম জাতীয় ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫’ পালন করা হয়েছে। বুধবার (২৬ মার্চ) দিবসটির প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা করা হয়।
এরপর উপজেলা পরিষদ চত্ত্বরে প্রশাসনের পক্ষে বিজয়স্তম্ভ পুস্পস্তবক অর্পনের মধ্য দিয়ে জাতীর বীরদের প্রতি শ্রদ্ধা জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন। এরপর বিভিন্ন সরকারি দপ্তর ও প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং ব্যক্তি বিশেষ বিজয়স্তম্ভে পুস্পার্ঘ্য অর্পন করেন।
এদিন সকাল সাড়ে ৮টায় হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং বাংলাদেশ পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার ও ভিডিপি, বিএনসিসি, বয়েজ স্কাউট, রোভার স্কাউট, গালর্স গাইড ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন।
সকাল ৯টায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে শিশুদের মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা ও কুচকাওয়াজের পুরস্কার বিতরণ করা হয়। সকাল ১০টায় বীরমুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সদস্যদের সংবর্ধণা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ ছাড়াও বাদ জোহর জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে সকল মসজিদ, মন্দিরে বিশেষ মোনাজাত ও প্রার্থনা এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে হাসপাতাল ও এতিমখানায় স্ব স্ব প্রতিষ্ঠানের উদ্যোগে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।