২৬ মে বৃহস্পতিবার বিকালে উপজেলার লুধুয়া স্কুল এন্ড কলেজ মাঠে ৪র্থ উপজেলা স্কাউটস সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
উপজেলা স্কাউটস সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসানের সভাপতিত্বে এবং স্কাউটসের সাধারন সম্পাদক আক্তার হোসেন ও কোষাধ্যক্ষ শ্যামল কুমার বাড়ৈ’র সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চাঁদপুর জেলা স্কাউট লিডার মেহেদী মাসুদ, লুধুয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জাকির হোসেন, উপজেলা স্কাউট কমিশনার সুখরঞ্জন বিশ্বাস প্রমূখ।
(২৬-২৯ মে) ৪ দিন ব্যাপী ৪র্থ উপজেলা স্কাউটস সমাবেশে উপজেলার ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহন করে। ২শতাধিক স্কাউটস শিক্ষার্থী এই সমাবেশে অংশ গ্রহন করে। ২৯ মে অংশ গ্রহনকারীদের মাঝে সনদ বিতরন করা হবে।
এখানে এই ৪ দিনের সমাবেশে ১০টি চ্যারেঞ্জ মোকাবেলা করবে।