মোহাম্মদ হাবীব উল্যাহ্ ||
বৃহস্পতিবার বিকালে চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) ফাইনাল খেলায় মতলব দণি উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়, চাঁদপুর পৌরসভা একাদশ।
একই দিনে অনুষ্ঠিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনুর্ধ্ব-১৭) ফাইনাল খেলায় মতলব দণি উপজেলা একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হল চাঁদপুর সদর উপজেলা একাদশ।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন, অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, বিশেষ অতিথি পুলিশ সুপার মো, মিলন মাহমুদ, জেলা পরিষদের প্রশাসক আলহাজ¦ ওচমান গণি পাটওয়ারী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর পৌরসভঅর মেয়র জিল্লুর রহমান জুয়েল উপস্থিত ছিলেন।
এছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দীনসহ জেলা প্রশাসন, জেলা পুলিশ, উপজেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।