Header Border

ঢাকা, মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ (শীতকাল)
শিরোনাম
মতলব উত্তরে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার ১ মোহাম্মদ হাবীব উল্যাহ্ ও মনিরুজ্জামান বাবলুকে সংবর্ধনা হাজীগঞ্জ প্রেসক্লাবের কার্যকরি কমিটির সভা অনুষ্ঠিত ঢাকাস্থ বৃহত্তর কুমিল্লা সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চাঁদপুরের কৃতী সন্তান এ্যাড. আব্বাস উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী মোজ্জাম্মেলের নেতৃত্বে বিশাল মিছিল ফরিদগঞ্জ পৌর বিএনপির উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত নাসিকের সাবেক কাউন্সিলর মতি ও তাঁর ছেলে ঢাকায় গ্রেপ্তার মতলব উত্তরে কম্বিং অপারেশনে কারেন্ট ও বেহুন্দি জাল জব্দ ধ*র্ষ*ণের পর বিদেশে পলায়ন : পাঁচ মাসের অন্তঃসত্ত্বা নিয়ে বিপাকে কিশোরী মতলব উত্তরে অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নি*হ*ত ২

মতলব উত্তরে আধিপত্য বিস্তার কেন্দ্র করে সংঘর্ষ: বাড়ি ঘর ভাংচুর, আহত ১২ – Rknews71

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি :
চাঁদপুরের মতলব উত্তরের কলাকান্দা ইউনিয়নের দশানী গ্রামে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ মে) বেলা ১২ টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায দুই গ্রুপের প্রায় ১২ জন আহত হয়েছে। স্থানীয় ব্যবসায়ী মোঃ সাইফুল ইসলাম সুমনের বাড়ি-ঘরে হামলা করেছে প্রতিপক্ষরা। ঘটনার পর অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে এলাকায়। এ ঘটনায় সাইফুল ইসলাম সুমন বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।
উত্তর দশানী গ্রামের খলিলুর রহমান ভুইয়ার ছেলে মোঃ সাইফুল ইসলাম সুমন বলেন, আমার মামাতো ভাই মনির হোসেনের ড্রেজাতর মাওয়া থেকে আসছিল। হঠাৎ করে জানতে পারি মেঘনা নদীতে আসলে কারা যেন ইল্লালাহ-২ নামে ড্রেজারে আগুন ধরিয়ে দিছে। পরে আমরা নদীতে রওয়ানা হলে প্রতিপক্ষরা আমাদের উপর হামলা চালায় এবং ধাওয়া করে। পরে আমরা বাড়িতে চলে আসলে দশানীর সোহরাব সরকারের ছেলে রাজিব, রাসেল, কুতুব উদ্দিনের ছেলে তাজুল ইসলাম, লালু বেপারীর ছেলে কাউছার, কাদিরের ছেলে সেন্টু ও সামাদ মিজির ছেলে শামীম মিজি সহ বাহাদুরপুরের প্রায় ৮০-১০০ জন লোক এসে আমার বাড়িতে হামলা করে। আমার বিল্ডিংয়ের গ্লাস ভাংচুর করে ও ঘরের বেড়া কুপিয়ে নস্ট করে ফেলে। আমি বাঁধা দিলে আমার হাতে কোপ পড়ে। আমি আমার স্ত্রী লুৎফা বেগম ও শিশু সন্তান আতিকুল ইসলাম আহত হয়। দুটি ড্রেজারের ইঞ্জিন পুড়ে গেছে। এ ঘটনায় আমাদের প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ড্রেজারে থাকা ৪ জন শ্রমিক ছিল। এর মধ্যে নজরুল ইসলাম নামে এক শ্রমিক এখনও নিখোজ রয়েছে।
সাইফুল ইসলাম সুমন আরও বলেন, গত ইউপি নির্বাচনে আমাদের ওয়ার্ড থেকে নৌকা প্রতীক ১২০টি ভোট পেয়েছিল। সোবহার সরকার সুভা চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীকে নির্বাচন করে জয়ী হন। নির্বাচনের পর থেকে তিনি মনে করেন ভুইয়া বংশের লোকের তাকে ভোট না দিয়ে নৌকায় ভোট দিয়েছে। তাই তিনি আমাদের সাথে বিভিন্ন সময় শত্রুতা করে আসছে। আজকে (শনিবার) সুযোগ পেয়ে আমাদের ড্রেজালে আগুন দেয় এবং বাড়ি ঘরে হামলা করে। আমরা থানায় মামলা করব প্রক্রিয়াধীন আছে।
এদিকে কলাকান্দা ইউপি চেয়ারম্যান সোবহান সরকার সুভার সাথে কথা বলার জন্য তার বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। তবে তার এক কর্মী শরীফ বলেন, তারা আমাদের উপর হামলা করেছে। চেয়ারম্যানের ডগইয়ার্ডের শ্রমিক নাছিরাকান্দির সজিব, শফিকুল, শাহাদাত, জীবন আহত হয়েছে। এছাড়াও স্থানীয় আমজাদ’সহ চেয়ারম্যানের আরো কয়েকজন কর্মী আহত হয়েছে।
মতলব উত্তর থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, ঘটনার পর এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরো পড়ুন  শাহরাস্তিতে শহীদ আল্লামা ফারুকী (রহ:) স্মৃতি বৃত্তি প্রদান

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

মতলব উত্তরে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার ১
মোহাম্মদ হাবীব উল্যাহ্ ও মনিরুজ্জামান বাবলুকে সংবর্ধনা হাজীগঞ্জ প্রেসক্লাবের কার্যকরি কমিটির সভা অনুষ্ঠিত
ঢাকাস্থ বৃহত্তর কুমিল্লা সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চাঁদপুরের কৃতী সন্তান এ্যাড. আব্বাস
উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী মোজ্জাম্মেলের নেতৃত্বে বিশাল মিছিল
ফরিদগঞ্জ পৌর বিএনপির উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত
নাসিকের সাবেক কাউন্সিলর মতি ও তাঁর ছেলে ঢাকায় গ্রেপ্তার

আরও খবর

error: Content is protected !!