মতলব উত্তর ব্যুরো :
বিশ্ব নবী মোহাম্মদ (সাঃ) এর বিরুদ্ধে ভারতের মুদি সরকারের মুখপাত্র নুপুর শর্মা নামক কুলাঙ্গার যে অপমানজনক কুরুচিপূর্ণ মন্তব্য করেছে তার প্রতিবাদে মতলব উত্তর কওমি ওলামা তোলাবা ও সর্বস্তরের নবী প্রেমিকদের উদ্ধোগে এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
শুক্রবার সকালে মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর পৌর বাজারে বিক্ষোভ ও মানববন্ধন করেছে।
মাওলানা আবু সালেহ এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, মাওলানা আতা উল্লাহ মহসিন, মুফতি সোলাইমান, মাওলানা এমদাদুল্লাহ ফয়সাল, মাওলানা গাজী এমদাদুল হক মানিক, মাওলানা আব্দুল বাতেন, মাওলানা মামুনুর রশীদ, মাওলানা ওমর ফারুক, মাওলানা শাহআলম প্রমুখ।
উপস্থিত ছিলেন মো. আমিনুল হক বেপারী, ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, মাওলানা আব্দুল বাতেন ফরাজি, মাওলানা আফজাল খান, মাওলানা কাউছার, মাওলানা আশিকুর রহমান, মো. আলমগীর বেপারী, মোঃ ইব্রাহিম বেপারী প্রমুখ। পরিশেষে মুফতী জয়নাল আবেদিন দোয়ার মাধ্যমে সমাবেশ সমাপ্তি ঘোষণা করেন।