সৌরভ লোধ, বরুড়া প্রতিনিধি (কুমিল্লা) :
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের লক্ষীপুর নামক স্থানে ফাঁকা রাস্তায় কুমিল্লা থেকে আসা বোগদাদ বাস এক সাইকেল আরোহী কে পিছন থেকে ধাক্কা দেয়। এতে সাইকেল আরোহী গুরুতর আহত হোন। আজ শুক্রবার (১ জুলাই) বিকেল ৪ টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আহত ব্যক্তির নাম নুরু মিয়া। তিনি বরুড়া উপজেলার লক্ষীপুর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে বসবাস করেন। তিনি পেশায় ট্যাক্টরের কন্ট্রাক্টর। প্রতিদিনের মত সাইকেল নিয়ে নূরু মিয়া বাজারের দিকে যাচ্ছেন। এই সময় উল্টো দিক থেকে কুমিল্লা থেকে ছেড়ে আসা বোগদাদ বাসটি খালি রাস্তায় সাইকেলে থাকা নুরু মিয়াকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের নিচে চলে যায় সে।
এসময় ভিতর থেকে বের হতে না পেরে চিৎকার করতে থাকলে আশেপাশের লোকজন এসে বহু চেষ্টার পরে তাকে টেনে হিচড়ে বের করেন এবং সাথে সাথে কুমিল্লায় হসপিটালে পাঠিয়ে দেয় স্থানীয়রা।
ঘটনাস্থলে কুমিল্লার হাইওয়ের দায়িত্বরত পুলিশ উপ-পরিদর্শক মোঃ জসিম উপস্থিত হয়ে সব পর্যবেক্ষণ করে জানান, বোগদাদ বাসের যাত্রীদের খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি। তারা নিরাপদে আছেন। তবে বাসের ড্রাইভার আর হেল্পার পালিয়ে গেছে। আমরা বাস মালিকের সাথে যোগাযোগের চেষ্টা করছি।