মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে পুলিশ লাইন্স, ড্রিলশেডে অনুষ্ঠিত ‘জুন’ মাসের অনুষ্ঠিত কল্যাণ সভায় সভাপতিত্ব করেন, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ। তিনি সভায় উপস্থিত কর্মকর্তা ও ফোর্সের কল্যাণমূলক কথা শুনেন। এ সময় জেলা পুলিশের সুযোগ-সুবিধা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ মঈনুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় জুন মাসের ভালো কাজের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের মাঝে সম্মাননা স্মারক ও পুরষ্কার প্রদান শেষে পুলিশ সুপার মো. মিলন মাহমুদ উপস্থিত কর্মকর্তা ও ফোর্সের উদ্দেশ্য দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ ও ফদিরগঞ্জ সার্কেল) মো. সোহেল মাহমুদ, সহকারি পুলিশ সুপার (মতলব সার্কেল) মো. ইয়াসির আরাফাত, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মো. আবুল কালাম চৌধুরীসহ উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, জুন মাসের শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হয়েছেন, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ সার্কেল) মো. সোহেল মাহমুদ, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল।
এছাড়াও মে মাসের শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন, মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম, শ্রেষ্ঠ এএসআই হাজীগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. রেজাউল করিম মামুন।
অপর দিকে জেলার মধ্যে সর্বোচ্চ মাদক উদ্ধারকারী কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন, জেলা গোয়েন্দা শাখার সর্বোচ্চ মাদক উদ্ধারকারী উপ-পরিদর্শক (এসআই) আব্দুছ ছালাম।
জেলার সর্বোচ্চ প্রসিকিউশন দাখিলকারী মতলব ট্রাফিকের সার্জেন্ট (টিআই) জিআউল চৌধুরী ও সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলকারী সদর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক মো. আবু হানিফ।