নিজস্ব প্রতিনিধিঃ
হাজীগঞ্জে গাঁজাসহ মো. সুজন শিকদার (৩১) নামে পটুয়াখালী জেলার এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রোববার বিকালে উপজেলার হাজীগঞ্জ সদর ইউনিয়নের কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের বাকিলা রেল ক্রসিং সংলগ্ন এলাকা থেকে ৫ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারি মো. সুজন শিকদার পটুয়াখালী জেলার রাঙ্গবালি থানার কাজিকান্দা গ্রামের মো. রফিক শিকদারের ছেলে। এ দিন বিকালেই তার বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে সোপর্দ করা হবে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এদিন বিকালে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ উপজেলাধীন হাজীগঞ্জ সদর ইউনিয়নের বাকিলা রেল ক্রসিং সংলগ্ন এলাকায় উচ্চঙ্গা নামক স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশ।
এ সময় জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি মো. সুজন শিকদার গ্রেফতার করে। পরে তার বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।