Error: Contact form not found.
মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জ পৌরসভাধীন বলাখাল নূর-ই-মাদিনা নেছারিয়া আলিম মাদ্রাসায় জাতীর জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ, দোয়া ও মোনাজাত এবং মাদ্রাসার চারতলা ভীত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুর দেড়টায় চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে একাডেমিক ভবনের উদ্বোধন এবং দোয়া ও আলোচনা সভায় শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা বদরুন নাহার চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বতু, সাংগঠনিক সম্পাদক হাজী জসিম উদ্দিন।
মাদ্রাসার সভাপতি বীরমুক্তিযোদ্ধা জুলফিকার আলী মজুমদারের সভাপতিত্বে ও অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মাহবুবুল হাছানের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে মাদ্রাসার পক্ষ থেকে শিক্ষক, শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। বক্তব্য শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ, দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পৌর প্যানেল মেয়র-১ মোহাম্মদ জাহিদুল আযহার আলম বেপারী, ইউপি চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া, ইউসুফ প্রধানীয়া সুমন, মজিবুর রহমান মজিব, মোস্তফা কামাল মজুমদার, একেএম মজিবুর রহমান, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সী মোহাম্মদ মনিরসহ উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এছাড়াও বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল ধর, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন, বড়কুল পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক এম.এ হাসেম হাসু, কালচোঁ দক্ষিণ ইউনিয়নের উন্নয়ন সমন্বয় কমিটির আহবায়ক রোটা. এস.এম মানিক, ঢাকা মহানগরের সাবেক ছাত্রনেতা তসলিম আলম মজুমদার শিশিরসহ অন্যান্য ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল, সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল, পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বিসহ মাদ্রাসা পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।