নিজস্ব প্রতিবেদক,,
বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে গত সোমবার ১৫ আগস্ট হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে মালিগাঁও উচ্চ বিদ্যালয়ে রচনা,চিত্রাংকন,কুইজ,কবিতা আবৃতি, শেখ রাসেল দেয়ালিকা,তাৎপর্যপূর্ণ আলোচনা,প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং মিলাদ ও দোয়া অনুষ্ঠান এবং বৃক্ষরোপন সহ মধ্যাহ্ন পর্যন্ত বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মনির হোসেন।
সভায় স্বাগত বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মোঃ শাহাদাত হোসেন।
সভা সঞ্চালন করেন করেন, সিনিয়র শিক্ষক মোঃ তাজুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন,সহকারী প্রধান শিক্ষক আশিক চন্দ্র মজুমদার, সিনিয়র শিক্ষক মোঃ জাকির হোসেন,ম্যানেজিং কমিটির সদস্য মাহফুজুর রহমান নিপু প্রমুখ।
দোয়া মোনাজাত পরিচালনা করেন,ধর্মীয় শিক্ষক মোঃ ইসমাইল হোসেন।
আলোচনা শেষে প্রধান শিক্ষক, অতিথিবৃন্দ সহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ,সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং শিক্ষার্থীববৃন্দ।