মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল হাজীগঞ্জ উপজেলা ও পৌরসভা শাখার মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইব্রাহিম কাজী জুয়েল।
উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ বিল্লাল হোসেন বেলালের সভাপতিত্বে এবং উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম মিঠু ও পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মজিবুর রহমানের যৌথ পরিচালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিশেষ অথিতিদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবুল হাসানাত, সামছুল আলম সূর্য, অলি আহমদ, আরিফিন। সভায় কেন্দ্র ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন করা ও উপজেলা সম্মেলন করার বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়।
এ সময় আরো বক্তব্য রাখেন, হাজীগঞ্জ উপজেলা ও পৌরসভা শাখার নেতৃবৃন্দ। সভায় উপজেলা সেচ্ছাসেবক দলের সকল যুগ্ম আহবায়ক পৌর সেচ্ছাসেবক দলের সকল যুগ্ম আহবায়ক, উপজেলাধীন সকল ইউনিটের সভাপতি সম্পাদক উপস্থিত ছিলেন।