হাজীগঞ্জ ব্যুরো :
হাজীগঞ্জে বিএনপির অসুস্থ্য নেতাদের সুস্থতা কামনা করে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে এই মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
সোমবার (৮ আগষ্ট) বিকেলে (বাদ আছর) অসুস্থ্য উপজেলা বিএনপির সভাপতি মোজাম্মেল হক মোহন চৌধুরী, সাবেক সভাপতি আ. মান্নান খান বাচ্চু, পৌর বিএনপির সভাপতি মো. নাজমুল আলম চৌধুরী এবং নিহতদের স্বরনে হাজীগঞ্জ খেয়াঘাট জামে মসজিদে তাদের সুস্থতা ও নিহতদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক এম এ রহিম পাটওয়ারী, যুগ্ন-সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান কানু পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক এম এ নাফের শাহ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. খোরশেদ আলম ভুট্টো, সাংগঠনিক সম্পাদক মো. শাহাবুদ্দিন সাবু, শ্রম বিষয়ক সম্পাদক আজাদ কাশারী, উপজেলা যুবদলের আহবায়ক মো. আকতার হোসেন দুলাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. বিল্লাল হোসেন বেলাল, সদস্য সচিব মো. সাইফুল ইসলাম মিঠু চৌধুরী, উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. ফয়সাল হোসাইন, পৌর ছাত্রদলের আহবায়ক মো. আবু ইউসুফসহ বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।