হোম্মদ হাবীব উল্যাহ ||
হাজীগঞ্জে সিএনজিচালিত স্কুটার দূর্ঘটনায় অহিদুর রহমান (৭০) নামের এক বৃদ্ধ মারা গেছেন। বুধবার বেলা তিনটায় উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের বাবুরপোল এলাকায় দুইটি স্কুটারের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে প্রাথমিক চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত অহিদুর রহমান ওই ইউনিয়নের সিদলা গ্রামের মজুমদার বাড়ির মৃত আব্দুল আজিজের ছেলে। খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে।
জানা গেছে, এদিন বিকালে কালচোঁ দক্ষিণ ইউনিয়নের বাবুরপোল এলাকায় হাজীগঞ্জ পৌরসভাধীন বলাখাল বাজার গামী ও কালচোঁ দক্ষিণ ইউনিয়নের রামপুর বাজার থেকে বলাখাল গামী দুইটি সিএনজির মুখোমুখি সংর্ঘষের ঘটনা ঘটে। এতে অহিদুর রহমানসহ তিনজন যাত্রী আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে গুরুতর আহত অহিদুর রহমান প্রাথমিক চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অপর আহত দুই যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় এবং লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়া অহিদুর রহমানের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
Post Views: ২