মোহাম্মদ হাবীব উল্যাহ ||
শিক্ষার মানোন্নয়নে ও এসএসসি পরীক্ষাকে সামনে রেখে হাজীগঞ্জ পৌরসভাধীন হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিদ্যালয়ের হলরুমে ধারাবাহিকভাবে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশের অংশ হিসাবে নবম ও দশম শ্রেণির বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে গত রোববার সকালে নবম ও দশম শ্রেণির ভোকেশনাল শিক্ষার্থী এবং সোমবার সকালে নবম ও দশম শ্রেণির মানবিক ও ব্যবসায় শাখার শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এদিকে মঙ্গলবার অনুষ্ঠিত সমাবেশে শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্যে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ আহম্মদ খসর বক্তব্য রাখেন। বক্তব্য রাখেন, পরিচালনা পর্ষদের বিদ্যোৎসাহী সদস্য মো. জাকির হোসেন সোহেল, অভিভাবক সদস্য মোহাম্মদ ওমর ফারুক, বিল্লাল হোসেন, মোস্তাফিজুর রহমান, মহিবুল ইসলাম ও রাবেয়া আক্তার।
সহকারী প্রধান শিক্ষক মুহাম্মদ আকবার হোসেনের উপস্থাপনায় অভিভাবক সমাবেশে শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন, সিনিয়র শিক্ষক মিজানুর রহমান তুহিন, অভিভাবকদের পক্ষে হাজীগঞ্জ সরকারি টেকনিক্যাল সরকারি স্কুল এন্ড কলেজের প্রভাষক মো. আবু বকর সিদ্দিকসহ উপস্থিত বেশ কয়েকজন অভিভাবক।